মনোহরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা:
আপডেটঃ ২:৪২ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫), মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় তিনি দৌলতপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার সময় মো. ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করেন।ফরিদ হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।