ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে ফল
আপডেটঃ ১২:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একদিন বিরতী পর আবারো শুরু হয়েছে ব্র্যাব ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট জোন-সি রাজশাহী ভেণ্যু অঞ্চলের খেলা।গতকাল বুধবার (৫নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত খেলায় সফররত দিনাজপুর নারী হকি দল ৫-০ গোলে জযপুরহাট জেলা নারী হকি দলকে হারায়।বিজয়ী দলের পক্ষে জামিলা ২,মাইশা,দিপিকা ও আনিকা ১টি করে গোল করে।দিনের অন্য খেলায় স্বাগতিক রাজশাহী ৩-০ গোলে সফররত রংপুর জেলা নারী হকি দলকে হারায়।আজকের খেলায় স্বাগতিক রাজশাহী, দিনাজপুর, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা নারী হকি দল অংশ নেবে।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী্।

