বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বুরুদিয়া ইউনিয়নে ফ্যাসিস্ট দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত

আপডেটঃ ২:৪৫ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ

কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে ফ্যাসিস্ট ঘরনার দোসরদের অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।এ ঘটনার প্রতিবাদে ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, বুরুদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন (বাচ্চু) নিজের পছন্দের ফ্যাসিস্ট মনোভাবাপন্ন ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছেন।এতে করে দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা, কারাবরণকারী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।বক্তারা আরও জানান, দলীয় আদর্শ ও চেতনার সঙ্গে সাংঘর্ষিকভাবে গঠিত এই কমিটি বাতিল করে জসীম উদ্দিন বাচ্চুকে দল থেকে অব্যাহতি দিতে হবে এবং ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য কমিটি পুনর্গঠন করতে হবে।

প্রতিবাদ সভা শেষে নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বটতলী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন এবং জসীম উদ্দিন বাচ্চুর গঠিত কমিটির বিলুপ্তি দাবি করেন।সভায় উপস্থিত ছিলেন, মোঃ নজরুল ইসলাম (যুগ্ম আহ্বায়ক, বুরুদিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ শাহজাহান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বুরুদিয়া ইউনিয়ন পরিষদ ও উপজেলা বিএনপির সদস্য)।

আরো উপস্থিত ছিলেন, মোঃ আইনল হক (যুগ্ম আহ্বায়ক, বুরুদিয়া ইউনিয়ন বিএনপি), মোঃ আবু বক্কর সিদ্দিক (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), মোঃ মোকাররম (যুগ্ম আহ্বায়ক, বুরুদিয়া ইউনিয়ন যুবদল), ওসমান (সভাপতি, কৃষক দল), মোঃ আলামিন (সাধারণ সম্পাদক, ওয়ার্ড যুবদল) সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা একযোগে অবিলম্বে সংগঠনের স্বচ্ছতা ও একত্ব বজায় রাখতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : কিশোরগঞ্জ।