সোমবার ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিরলে জমি সংক্রান্ত সংবাদকে ঘিরে জামায়াত ও এলাকাবাসীর মানব-বন্ধন

আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | অক্টোবর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দীপ্ত টিভির ফেসবুক পেইজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আমির ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে ‘জমি দখল’ সংক্রান্ত মিথ্যা, বানোয়াট ও একতরফা সংবাদ প্রচারের প্রতিবাদে বিশাল মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী ও স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৭ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার নাড়াবাড়ী হাটে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা এবং ৪নং শহরগ্রাম ইউনিয়ন এলাকাবাসি’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা জামায়াতের নেতাকর্মীসহ শহরগ্রাম ইউনিয়নের সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত দুইদিন আগে দীপ্ত টিভির ফেসবুক পেইজে বিরল উপজেলা আমির হাফেজ আব্দুর রশিদের বিরুদ্ধে একটি ‘লাইভ সংবাদ’ পরিবেশন করা হয়।ওই সংবাদে কেবল বাদীর মিথ্যা, বানোয়াট ও অসত্য তথ্য সম্বলিত বক্তব্য প্রচার করা হয়েছে।

চরম পক্ষপাতিত্ব দেখিয়ে বিবাদি হাফেজ আব্দুর রশিদের কোনো বক্তব্যই সেখানে প্রচার করা হয়নি, যা সম্পূর্ণ সাংবাদিকতা নীতিবিরুদ্ধ ও মানহানিকর।বক্তারা জোর দিয়ে বলেন, “যদি বিবাদীর বক্তব্য প্রচার করা হতো, তাহলে আসল সত্য জনগণের সামনে বেরিয়ে আসতো।

“মানববন্ধন থেকে অবিলম্বে সঠিক তথ্য জনসমক্ষে প্রকাশ করে আব্দুর রশিদের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগ খণ্ডন করার দাবি জানানো হয়।অন্যথায়, সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুশিয়ারি দেওয়া হয়।গ্রামবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন, আব্দুর রহমান বিপ্লব, রাকিজুল ইসলাম, বেলাল হোসেন, মোজাম্মেল হক প্রমুখ।

অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে বক্তব্য রাখেন, জামায়াত নেতা সোহেল রানা দুলাল, আদিল হোসেন, রুবেল ইসলাম, হাফেজ নুর ইসলাম প্রমুখ।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।