বিএনপি-জামায়াত থেকে দূরত্ব নয়, সংস্কারপন্থীদের সঙ্গে ঐক্য চায় এনসিপি
আপডেটঃ ১০:২৬ পূর্বাহ্ণ | নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব সৃষ্টি হয়েছে—এমন মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবেন, তাদের সঙ্গে এনসিপির হৃদ্যতা বজায় থাকবে। আর যারা সংস্কারের বিরোধিতা করবেন, তাদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে।”শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী সময় পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হবে, এবং সেই যাত্রায় এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি আরও বলেন, “গণভোটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। ড. ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন, তার নেতৃত্বে গণভোটের আদেশ জারি করা জরুরি।”নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ইতোমধ্যে বিষয়টি পরিষ্কার করেছেন। নির্বাচনী জোট নির্ভর করবে কে সংস্কারের পক্ষে রয়েছে তার ওপর। সময়ই নির্ধারণ করবে কারা এনসিপির সঙ্গে থাকবে।”এর আগে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন হাসনাত আবদুল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জেলা প্রধান সমন্বয়কারী মশিউর রহমান। উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, কেন্দ্রীয় সদস্য ও বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, যুগ্ম সমন্বয়কারী মো. আল আমীন খান, মাহবুবুল আলম নাঈমসহ অন্য নেতারা।
IPCS News : Dhaka :

