বৃহস্পতিবার ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, আসছেন হবিগঞ্জ-১ থেকে প্রার্থী হিসেবে

আপডেটঃ ১০:৫৭ পূর্বাহ্ণ | নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক এনে আলোচনায় এসেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। দীর্ঘদিন নানা রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকার পর এবার তিনি যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি।

বুধবার বিষয়টি নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদানের অনুষ্ঠান হবে। আমার লক্ষ্য হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা।”তিনি স্মরণ করিয়ে দেন, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”তবে এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে রেজা কিবরিয়া দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে তিনি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে গঠিত গণঅধিকার পরিষদে আহ্বায়ক হিসেবে যুক্ত হন। কিছু সময় পর ব্যক্তিগত কারণে রাজনীতি থেকে কিছুটা বিরতি নেন। পরবর্তীতে ‘আমজনতার দল’ গঠন করলেও তিনি সক্রিয় রাজনীতিতে আর তেমনভাবে যুক্ত ছিলেন না।

তার বিএনপিতে যোগদানের খবর রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, রেজা কিবরিয়ার এই পদক্ষেপ আসন্ন নির্বাচনে হবিগঞ্জ অঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

IPCS News : Dhaka :