বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠা-বার্ষিকী: দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন

আপডেটঃ ১:৫৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুর শাখায় মাসব্যাপী কর্মসূচি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, সকালে দিনাজপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলকুঁড়ি আসরের সহকারী প্রধান পরিচালক আসরাফুল ইসলাম।

তাঁর বক্তব্যে তিনি বলেন, ফুলকুঁড়ি আসর গত পাঁচ দশক ধরে শিশুদের নৈতিক, সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশে কাজ করে আসছে।তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষিত, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের ভূমিকা অপরিসীম।

ফুলকুঁড়ি আসর, দিনাজপুর শাখার পরিচালক এবং বিশিষ্ট চিকিৎসক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইয়াজদানী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক পরিচালক শাহরিয়ার সরকার সোহেল, মুহাম্মদ কামারুজ্জামান, মাহফুজুর রহমান এবং সাবেক সহকারী পরিচালক নাজমুল হক মোল্লা।

অতিথিবৃন্দ সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেন এবং শিশু-কিশোরদের কল্যাণে এর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।উদ্বোধনী অনুষ্ঠানে শিশু-কিশোরদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।মাসব্যাপী এই কর্মসূচির মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা এবং সমাজসেবামূলক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফুলকুঁড়ি আসরের অফিস সম্পাদক মুসাব্বির হোসেন, পত্রিকা সম্পাদক রাকিব রনি, সাংস্কৃতিক সম্পাদক আবু সালেহ এবং সমাজসেবা সম্পাদক আল তাহবির সিফাত।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।