বৃহস্পতিবার ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ফার্মগেট দুর্ঘটনার পর আগারগাঁও-শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

আপডেটঃ ১১:০২ পূর্বাহ্ণ | অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ

ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল। বুধবার রাত সোয়া নয়টা থেকে এ অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে।ডিএমটিসিএল জানায়, দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সামান্য কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আংশিকভাবে চলাচল অব্যাহত ছিল।রাতেই মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করে। বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও–শাহবাগ অংশসহ পুরো রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে ট্রেনগুলো এখনো ধীরগতিতে চলাচল করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই এলাকায় সীমিত গতিতে ট্রেন চালানো অব্যাহত থাকবে।

IPCS News : Dhaka :