বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত সবুজ একাদশ চ্যাম্পিয়ন

আপডেটঃ ১১:২২ পূর্বাহ্ণ | আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্টিত প্রীতি ক্রিকেট ম্যাচের সমাপনী অনুষ্টানে বিজয়ী ও বিজিতদের দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।গতকাল শনিবার(৯আগস্ট) বিকেলে সবুজ একাদশ ও লাল একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রীতি ক্রিকেট ম্যাচে সবুজ একাদশ ৮ উইকেটে লাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইঞা চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।এর আগে তিনি বলেন খেলাধুলা করলে মন ও স্বাস্থ দুটোই ভালো থাকে আর এই খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলাা সম্ভব।

এছাড়াও সংগঠক ইমতিয়াজ আহমেদ শামসুল হুদ্, রইসউদ্দিন বাবু, কেএমমোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকী সেলিম, মোঃ নুরুল হক ও মাহমুদ জামাল এর বিভিন্ন দাবীর মুখে তিনি জানান যেখানে সমস্যা আছে সেখানে সমাধানো আছে কাজেই তা খতিয়ে দেখে পর্যায়ক্রমে তার সমাধান করা হবে এছাড়াও খেলাধুলার উন্নয়নে সাবির্ক সহযোগিতা ও স্টেডিয়ামগুলোর প্রয়োজনীয় সংস্কার করার উদ্যোগ গ্রহন করা হবে।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি খোন্দকার আজিম আহমেদ এনডিসি, আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ মিয়া, জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব, জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবসহ উর্দ্ধতন কর্মকর্তা, উপদেষ্টার সফরসঙ্গী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।