পূর্বধলায় বৈরাটি ইউনিয়নে রাস্তা পাকাকরণ নির্মাণ কাজের উদ্বোধন
আপডেটঃ ১২:৪৩ অপরাহ্ণ | জুন ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত রাস্তার পাঁকা করন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে রাস্তা নির্মান কাজের শুভ উদ্বোধন করেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের ধানের শীষের নমিনী ও জেলা বিএনপির তিন বারের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।এ উপলক্ষে আজ সোমবার (২৩ জুন) দুপুরে আলমপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে বৈরাটি ইউনিয়ন বিএনপি এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।বৈরাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরিদ আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাহউদ্দিন আহমেদ নওয়াব।
আরো বক্তব্য রাখেন, বৈরাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু তালেব, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহেদ আলী মাস্টার, বিএনপি নেতা জহিরুল ইসলাম, পূর্বধলা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম সম্রাট, জিয়াউর রহমান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন তালুকদার, গ্রামবাসির পক্ষে সাহাবুদ্দিন প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, এলজিইডি পূর্বধলা এর উদ্যোগে ৩ কোটি ১২ লাখ টাকা ব্যায়ে বৈরাটি ইউনিয়নের আলমপুর বাজার থেকে লালচাপুর পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা পাঁকাকরণ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।