পিনাকী ভট্টাচার্যের বাড়ির দরজায় আগুন দেওয়ার অভিযোগ; পুলিশ তদন্তে
আপডেটঃ ১১:০৫ পূর্বাহ্ণ | নভেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফ্রান্সে বসবাসকারী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি দরজায় আগুন লাগানোর অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ‘শ্যামাপাখি’ নামের বাড়ির প্রবেশদ্বারে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার বিবরণ দেয়ার পাশাপাশি তিনি পরিবারের নিরাপত্তার দাবি জানান এবং দায়ীদের ধরার আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা থাকেন—এ ধরনের আক্রমণের সাহস কার হয় তা জনগণ বিচার করবে। তিনি ক্ষোভভরা ভাষায় জানিয়েছেন, এ ঘটনার উদ্দেশ্য রাজনৈতিক, তবে তাকে কোনোভাবে স্তব্ধ করা যাবে না।স্থানীয়দের কিছুজনের ধারণা, দুই যুবক মাদক সেবন করে চলে যাওয়ার সময় দরজায় পত্রখানি বা অন্য কোনো উপকরণ ফেললে তা আগুন লেগে গেছে। একই সঙ্গে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সাংবাদিকদের সূত্রে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্যের ভিত্তিতে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওই রাতেই দুই তরুণ বাড়ির সামনে উপস্থিত ছিল; প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা মাদক সেবন করছিল এবং উপকরণ রেখে গেছে। তিনি বলেন, তদন্ত চলছে এবং বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বগুড়া পুলিশ সুপার জেদান আল মুসা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই বাড়িটির সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
পুলিশি তদন্ত ও সিসিটিভি বিশ্লেষণের পরই স্পষ্ট হবে ঘটনাটির পেছনে দন্ডায়মান উদ্দেশ্য আছে কি না এবং দায়ীদের শনাক্ত করা যাবে কিনা।
IPCS News : Dhaka :

