পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা:
আপডেটঃ ৩:২৮ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন হাটে পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা মনোহরদীর বিভিন্ন গ্রামে এখনো ব্যাপক হারে পান চাষ হলেও এই চাষে নেই আর আগের মতো আনন্দ বা লাভ।কৃষকের ঘামে এই ফসল আজ আর ঘরে হাসি ফেরায় না, বরং নিয়ে এসেছে হতাশা আর লোকসানের বোঝা।এলাকার অভিজ্ঞ পানচাষী আলমগীর মোল্লা, আকাশ মিয়া, লতিফ মিয়াসহ আরও অনেকে বলেন, আগে যে পরিমাণ পান বিক্রি করতাম ৫ থেকে ৬ হাজার টাকায়, এখন সেই একই পরিমাণ পান বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার টাকায়।তাও আবার অনেক সময় বেপারীরা নিতে চায় না, জোর করে তুলে দিতে হয়।
তারা জানান, রাতে ঘুম না দিয়ে কষ্ট করে পান বাজারে নিয়ে গেলেও ঠিক মতো দাম মেলে না।ফেরার পথে মনে হয়, নিজের উৎপাদিত ফসলের এই দেশে যেন কোনো মূল্যই নেই, আক্ষেপ করেন আলমগীর,আকাশ, লতিফ মিয়া সহ আরও অনেকে, পান চাষের খরচও কম নয়।প্রতিদিন একজন শ্রমিককে দিতে হয় ৭০০ টাকা মজুরি, সঙ্গে এক বেলা খাবার।
এছাড়া রয়েছে খৈল, সার, মাটি, বাঁশ, কীটনাশক সহ নানা খরচ।একদিকে কৃষি উপকরণের লাগামহীন দাম, অন্যদিকে পানের দর বিপর্যয়-দুইয়ের চাপে নাকানিচুবানি খাচ্ছেন পানচাষিরা।অভিজ্ঞ পান চাষীরা বলেন,, অনেকেই ঋণ করে বরজ তৈরি করেছেন।এখন সেই ঋণ শোধ তো দূরের কথা, প্রতিদিনের খরচই উঠছে না।
এভাবে চললে পানচাষ টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে।পান চাষ করা থেকে চাষীরা মুখ ফিরিয়ে নেবে, তারারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা ভর্তুকি চাই না, চাই আমাদের ফসলের ন্যায্য মূল্য।চাই একটি স্থিতিশীল বাজার ব্যবস্থা, চাই পান রপ্তানির সুযোগ।রাষ্ট্রের উচিত কৃষকের পাশে দাঁড়ানো।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পান চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে কৃষকেরা।তখন শুধু বরজই শূন্য হবে না—শূন্য হবে এই অঞ্চলের কৃষি প্রাণশক্তিও।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।