বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেটঃ ১১:৩৯ পূর্বাহ্ণ | মে ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকায় অভিযান পরিচালনা করে তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: শরিফুল রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি এলাকার মো: হায়দারের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি মো: শরিফুলের বিরুদ্ধে আরএমপি’র পবা থানায় পারিবারিক আদালতের মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।আসামি শরিফুলকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে পবা থানা পুলিশ।গতকাল ২৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত রাতে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি শরিফুল পবা থানার বড়গাছী এলাকায় অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে পবা থানার অফিসার ইনচার্জ মো: সোহরাওয়ার্দী হোসেনের দিকনির্দেশনায় এসআই মো: তাজউদ্দিন আহম্মেদ ও তাঁর টিম গতকাল দিবাগত রাত ১ টায় অভিযান পরিচালনা করে আসামি শরিফুলকে পবা থানার বড়গাছি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী।