নয় মাস পর খুলল সেন্ট মার্টিন দ্বীপ, পর্যটনে নতুন নিয়মের কড়াকড়ি
আপডেটঃ ১০:২০ পূর্বাহ্ণ | নভেম্বর ০১, ২০২৫
নিউজ ডেস্কঃ
দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণ করতে হলে মানতে হবে সরকারের ১২টি কঠোর নির্দেশনা। এসব শর্ত মেনে চললে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ১২টি নির্দেশনা দিয়েছে, তা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সোজা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, এখন থেকে পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের মাধ্যমে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে ট্রাভেল পাস ও কিউআর কোড, যা যাচাইয়ের মাধ্যমে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কিউআর কোড ছাড়া কোনো টিকিট বৈধ হিসেবে গণ্য হবে না বলে তিনি জানান।এদিকে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এবারও কক্সবাজারের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকেই সেন্ট মার্টিনগামী জাহাজ চলবে। তবে আইনগত কারণে উখিয়ার ইনানী ঘাট থেকে যাতায়াতের অনুমতি নেই।পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, “দ্বীপের পরিবেশ রক্ষায় নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে আমরা প্রস্তুত। পর্যটকদের দায়িত্বশীল আচরণই হবে দ্বীপ রক্ষার প্রধান শর্ত।”
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি থেকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত বন্ধ ছিল। দ্বীপের প্রতিবেশব্যবস্থা টিকিয়ে রাখতে সরকার পর্যটক সীমিত করার সিদ্ধান্ত নেয়। নতুন নীতিমালা অনুযায়ী নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপে সীমিত পরিসরে ভ্রমণ চালু থাকবে।
IPCS News : Dhaka :

