ন্যাটো মডেলে সামরিক জোট গঠনের প্রস্তাব ইরানের
আপডেটঃ ১১:২৮ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে। ইসরাইলের ধারাবাহিক হামলা এবং সর্বশেষ কাতারে হামাস কূটনীতিকদের আবাসিক ভবনে চালানো আক্রমণের পর এবার ন্যাটো ধাঁচে একটি সামরিক জোট গঠনের প্রস্তাব তুলেছে ইরান। সোমবার দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে এ প্রস্তাবটি উত্থাপন করার কথা রয়েছে।
এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় সমন্বিত প্রতিরক্ষা উদ্যোগ বলে মনে করা হচ্ছে। শুধু ইরান নয়, একই সুরে ইরাকও জানিয়েছে— ইসলামি দেশগুলোর উচিত যৌথভাবে সামরিক জোট গড়ে ইসরাইলের আগ্রাসনের মোকাবিলা করা।সম্মেলনে যোগ দেবেন ৫৭ সদস্যভুক্ত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ২২ সদস্যের আরব লীগের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি। কূটনৈতিক সূত্র বলছে, আলোচনায় মূল কেন্দ্রবিন্দু হবে ইসরাইলের আক্রমণ, যা মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। আরব ও ইরানি কর্মকর্তারা স্পষ্ট করেছেন, সমন্বিত পদক্ষেপ না নিলে মধ্যপ্রাচ্যের আরও দেশ একই ধরনের হামলার মুখোমুখি হতে পারে।
সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি বলেন, ইসরাইলি ‘বর্বরতা’ আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনা জরুরি। তিনি জোর দিয়ে বলেন, আরব বিশ্ব কাতারের পাশে আছে এবং সার্বভৌমত্ব রক্ষায় কাতার যে আইনি পদক্ষেপ নেবে, তাতে সবাই সমর্থন জানাবে।
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতও বৈঠকে ইসরাইলের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, অপরাধের মুখে নীরব থাকা মানে সেই অপরাধকে আরও উৎসাহিত করা। তার ভাষায়, “কাতার একা নয়, আরব ও ইসলামি বিশ্ব তাদের পাশে আছে।”
IPCS News : Dhaka :