বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় সবুজ সংহতি ও বারসিকর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

আপডেটঃ ১১:৩৬ পূর্বাহ্ণ | জুন ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনায় সবুজ সংহতি কমিটি ও বারসিকর উদ্যোগে (৪জুন) বুধবার দুপুরে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এবারের দিবসটি প্রতিপাদ্য “Ending Plastic Pollution” বা প্লাস্টিক দষণ শেষ কর/থামাও। নেত্রকোণা শিক্ষা,সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি,নেত্রকোণা সবুজ সংহতি কমিটি, বারসিক’র উদ্যোগে আজ ৪ জুন ২০২৫ নেত্রকোণা পৌর শহরে এক ভিন্ন উপায়ে দিবসটি উদৃযাপন করা হয়। প্লাস্টিকের দানব তৈরী করে তার শরীরে বৈচিত্র্যময় প্লাস্টিক দ্রব্যাদি দিয়ে এর কৃষি,মানব ও প্রাণী স্বাস্থ্য এবং পরিবেশ তথা মাটি,পানি,বাতাসের উপর এর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোক্তারপাড়া মাঠের কোনে(মেইন সড়কের সাথে) দানবটিকে জনসাধারণের ঘৃণা প্রদর্শনের জন্য দাঁড় করিয়ে রাখা হয়। দিবসটি উপলক্ষে আলোচনা (দানবের সামনে দাঁড়িয়ে) সভাটি জেলা শিক্ষা, সংস্কৃতি,পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্য সচিব এবং সময় টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ গণমাধ্যমের নেত্রকোণা প্রতিনিধি আল্পনা বেগমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিচালক আব্দুল আল মতি,বারসিক’র আঞ্চলিক পরিচালক অহিদুর রহমান প্রমূখ। আলোচনা শেষে জেলা প্রশাসক প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করেন। পরে অন্যান্য অংশ গ্রহণকারীরা এবং পথচারীরা লাঠি দিয়ে প্লাস্টিক দানবের প্রতিকৃতিতে লাঠির আঘাত করে ঘৃণা প্রদর্শন করে। প্লাস্টিক দানবের প্রতিকৃতি তৈরী করেন সবুজ সংহতি কমিটির সদস্য তরুন সংগঠক,সংস্কৃতি কর্মী মোঃ জুয়েল রানার নেতৃত্বে।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।