বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার মদনে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতে হত্যার বিচারের দাবি

আপডেটঃ ১১:৫৭ পূর্বাহ্ণ | মে ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোণা:- নেত্রকোনার মদন উপজেলার আখাশ্রী গ্রামে ছাগলকে কেন্দ্র করে জমিজমার পুরনো বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী হামলায় নিহত হয়েছেন ইমাম হোসেন (৫৫) নামের এক ব্যক্তি।এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১২ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে একটি ছাগল ফসলি জমিতে ঢুকে ফসল নষ্ট করলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়।কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।দেশীয় অস্ত্রসহ প্রায় ৩০-৩৫ জন অতর্কিত হামলা চালায়।হামলাকারীদের হাতে ছিল বল্লম, রড, রামদা ও শাবল।গুরুতর আহত ইমাম হোসেনকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে তিনি মারা যান।নিহতের পরিবারের অভিযোগ, এটি নিছক ঝগড়া নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। জমি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জেরেই এই হামলা চালানো হয়েছে।তারা জানান, মদন থানায় দায়ের করা মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৫-১৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।তবে এক মাস পেরিয়ে গেলেও অধিকাংশ আসামি এখনও পলাতক।আজ (৩মে)শনিবার মদন উপজেলায় নিহতের পরিবার ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে নিহতের ভাই বলেন,আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই, কিন্তু বারবার আবেদন করেও বিচার পাচ্ছি না।

IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।