নেত্রকোনার বারহাট্রায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা
আপডেটঃ ২:৫৩ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় এক গৃহবধূকে (৩৩) ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাপ্পি (২৫)বাড়ি ছেড়ে মালয়েশিয়া পালিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়।ভুক্তভোগীর অভিযোগ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।পরে ন্যায় বিচারের আশায় বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে।গত ১৬ জুন সোমবার দিবাগত রাতের আনুমানিক ১ টার সময় উপজেলার সাহতা ইউনিয়নের স্বল্প দশাল গ্রামে এ ঘটনা ঘটে।ভূক্তভোগী জানান, সোমবার রাতে প্রকৃতির ডাকে দরজা খুলে বাইরে গেলে এই সুযোগে গৃহবধূর ঘরে ঢুকে দরজা লাগানোর সাথে সাথে ধর্ষক তার হাতে থাকা ছোরা গলায় ধরে খুনের হুমকি দিয়া জোর পূর্বক ধর্ষণ করে।এ সময় সে ডাক চিৎকার শুরু করলে বাড়ি আশপাশের লোকজন চলে আসে।
লোকজন আসার পূর্বেই ধর্ষণকারী পালিয়ে যায়।ফাঁকা ঘরে গৃহবধূকে অস্বাভাবিক অবস্থায় পান।বাড়ির লোকজন জিজ্ঞাসা করলে ওই গৃহবধূ ধর্ষণের কথা জানান।এ ঘটনায় ১৮ জুন বুধবার ভুক্তভোগী নিজেই বাদী হয়ে স্বল্প দশাল গ্রামের হেলাল মিয়ার ছেলে প্রতারক, একমাত্র বাপ্পিকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন।
এই অসহায় ভুক্তভোগী জানান থানায় গেলে মামলা নেয়নি।আদালতে মামলা করার পর থেকে আসামীগণের পক্ষ থেকে খুন জখমে হুমকি দিয়ে আসছে। এই নিয়ে বারহাট্টা থানার ওসি মোঃ কামরুল হাসান জানান এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোণা।