মঙ্গলবার ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নরসিংদী-৪ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল

আপডেটঃ ১:৫১ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদী:- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

এ সময় নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম প্রকাশ করা হয়।মনোনয়ন পাওয়ার পর ফেসবুক লাইভে প্রতিক্রিয়া জানিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন।তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।পাশাপাশি বেলাবো ও মনোহরদীবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিন, গণতন্ত্রের বিজয় ঘটান।

দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে জনপ্রিয়তার কারণে সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন উচ্ছ্বাস সৃষ্টি করেছে।তাঁর সমর্থকরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।