বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টির সম্ভাবনা: আবহাওয়া অফিস

আপডেটঃ ১১:১৯ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরমের পর অবশেষে স্বস্তি এনে দিয়েছে টানা বৃষ্টি। সোমবারের মতো আজ মঙ্গলবারও আকাশ থাকবে মেঘলা, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে জানান, আজ মঙ্গলবারও রাজধানীসহ আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম কিছুটা কমলেও আর্দ্রতার কারণে অস্বস্তি থাকতে পারে।আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদেরা বলছেন, মৌসুমি বায়ুর প্রভাবে সেপ্টেম্বরের প্রথমার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকবে। এর ফলে কিছুটা গরম থেকে মুক্তি মিললেও আর্দ্রতার কারণে ভ্যাপসা অনুভূতি থাকতে পারে। রাজধানীতে টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় পানি জমে ভোগান্তির শঙ্কা থাকলেও কৃষি কাজে এ বৃষ্টি সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

IPCS News : Dhaka :