বৃহস্পতিবার ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টে রুল জারি

আপডেটঃ ১:০৯ অপরাহ্ণ | অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ত্রুটি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী তানভীর আহমেদ।আদালত নির্দেশনায় বলেছেন, মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও বিয়ারিং প্যাডের মান যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ এই কমিটিতে সড়ক ও জনপথ বিভাগ, রাজউক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।এর আগে মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান যাচাই করতে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে একটি রিট করা হয়। একইসঙ্গে ফার্মগেটে নিহত আবুল কালামের পরিবারের ক্ষতিপূরণের দাবি নিয়েও পৃথক রিট দায়ের করা হয়।

গত ২৬ অক্টোবর দুপুরে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যান। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামের বাসিন্দা ছিলেন।দুর্ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ ঘটনাটিকে “দুঃখজনক দুর্ঘটনা” বলে উল্লেখ করলেও, আদালতের নির্দেশে এখন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হতে যাচ্ছে।

IPCS News : Dhaka :