বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেটঃ ৯:০৬ অপরাহ্ণ | মার্চ ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন স্লোগানে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধি-দপ্তরের আয়োজনে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়।আজ বুধবার বেলা সাড়ে ১১টায় দিবসটি উপক্ষ্যে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।যা বিগত কোন সরকারের আমলে হয়নি।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর উন্নয়ন ও কর্মসংস্থানে নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা আজ ঘরে বসে নেই।তারা ঘরে ও বাইরে পুরুষদের পাশাপাশি বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ও উন্নয়নমুখী কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীরর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করীম, দিনাজপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুলতানা বুলবুল, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান, মেঘনা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আলেয়া বেগম প্রমুখ।

এসময় দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধি-দপ্তরের ডে-কেয়ার অফিসার রেজভিন শারমিনাজ ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল নারী সংগঠনের নেত্রীরাএর আগে বর্ণাঢ্য রেলী শহর প্রদক্ষিণ করে।এছাড়া ফেস্টুনসহ বেলুন উড়িয়ে নারী দিবসের সকল কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

সহযোগিতা ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও সমূহ ও নিবন্ধনকৃত সমিতি সমূহ অনুষ্ঠান শেষে দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় ৮জন ছাত্রীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।