শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেটঃ ২:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেড় লাখ পুলিশ সদস্য পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি স্পষ্ট করে বলেন, কোনো প্রার্থী বা প্রার্থীর এজেন্টের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সুবিধা তো দূরের কথা, খাবারও গ্রহণ করা যাবে না।রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশ যদি পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করে, তাহলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হিসেবে বিবেচিত হবে।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহৃত হবে না-এ বিষয়ে তিনি নিশ্চিত।

তিনি জানান, প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে কিছু অস্ত্র আসছে ঠিকই, তবে সেগুলো নিয়মিতভাবে উদ্ধার করা হচ্ছে।এ সময় তিনি জঙ্গিবাদ ও চরমপন্থা প্রসঙ্গেও কথা বলেন।উপদেষ্টা দাবি করেন, আগের তুলনায় দেশে জঙ্গিবাদ ও চরমপন্থী কর্মকাণ্ড অনেক কমেছে এবং বর্তমানে জঙ্গিবাদ প্রায় নেই বললেই চলে।

তবে তিনি বলেন, কিছু ফ্যাসিস্ট জঙ্গি দেশের বাইরে অবস্থান করছে।স্বরাষ্ট্র উপদেষ্টালেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন “ফ্যাসিস্ট জঙ্গিরা এখন অন্য দেশে অবস্থান করছে।তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার চেষ্টা করা হবে।

এই কুচকাওয়াজে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের ৮৭ জন, ২৮তম বিসিএসের ১ জন, ৩৫তম বিসিএসের ৩ জন, ৩৬তম বিসিএসের ১ জন, ৩৭তম বিসিএসের ২ জন এবং ৪০তম বিসিএসের ২ জনসহ মোট ৯৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

IPCS News : Dhaka :