ঢাকাগামী ধুমকেতু ট্রেনে আগুন
আপডেটঃ ১২:২৫ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর আড়ানী স্টেশন এলাকায় ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে জেলার বাঘা উপজেলার আড়ানী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেনের ‘ছ’ বগির কয়েকটি চাকার কিছু অংশ।জানা গেছে, রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী স্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত ১১টা ২০ মিনিটে।কিন্তু রোববার রাত ১১টা ৪০ মিনিটের দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
পথে আড়ানী স্টেশন রেলওয়ের কর্মী ও যাত্রীরা আগুন দেখে চিৎকার কোরতে থাকলে তা লোকোমাস্টারের দৃস্টি গোচর হয়।এসময় যাত্রী ও ট্রেনের নিরাপত্তায় লোকোমাস্টার ট্রেনটি থামিয়ে দেয়।খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ট্রেনটির ‘ছ’ বগিটির চাকার কাছে আগুন লাগলেও কোচের ভেতরের কোনো ক্ষতি হয়নি।তবে চাকার ব্রেক প্যাডের আশেপাশে ক্ষতি হয়েছে।
এঘটনায় কোন যাত্রীর হতাহতের খবর পাওয়া যায়নি।এ বিষয়ে বাঘা ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মো. রহমত বলেন, ‘ছ’ বগিটির চাকা আটকে গিয়ে আগুনের সূত্রপাত।তবে আগুন ভেতরে যায়নি।আমাদের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এরপরে রাত ১টার দিকে ট্রেনটি আবার ঢাকার উদ্দেশ্যে আড়ানী থেকে ছেড়ে যায়।
ট্রেনটিতে ভ্রমন করা যাত্রী আব্দুল মান্নান বলেন, ট্রেন যাত্রা করার আগে প্রারম্ভিক স্টেশনে ট্রেনের ব্রেক, দুই কোচের জয়েন্ট, আন্ডারগ্রাউন্ড, কোচের ভেতরের লাইট, ফ্যান, জানালা-দরজার লক সব কিছু পরিক্ষা ও নিরীক্ষ করেই গন্তব্যে যাত্রা করে।ট্রেনটি যাত্রার মাত্র ৩৫ মিনিটের মধ্যে কি করে হটএক্সেল হয়ে চাকায় ও ব্রেকে আগুন ধরে।
সজিব নামের অবসরপ্রাপ্ত এক রেল কর্মচারী বলেন,রেলের মেকানিক্যাল বিভাগের গাফেলতির কারনে প্রায় পথি মধ্যে ট্রেনে হটএক্সেল হয়ে আগুন ও বগীর জয়েট ছুটে যায়।এছাড়া জানালার লক খুলে যাত্রীর হাত মাথায় আগাত প্রাপ্ত হচ্ছে।তাদের দায়সারা কাজের খেসারত দেন যাত্রীরা।এদের কাজের জবাবদিহিতার মধ্যে না আনলে চলন্ত ট্টেন অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনাসহ বড় ধরনের দূর্ঘটানায় পড়বে ট্রেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।

