বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ট্রেনের টিকিট কাটতে নতুন নিয়ম চালু

আপডেটঃ ১২:১০ অপরাহ্ণ | নভেম্বর ৩০, ২০২৪

নিউজ ডেস্কঃ

ট্রেনের টিকিট কাটায় নতুন নিয়ম চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।এই নতুন নিয়ম ২৯ নভেম্বর বিকেল থেকে কার্যকর করা হয়েছে।এই নতুন নিয়োমানুযায়ী এখন কাউন্টার থেকে টিকিট কাটলেও যে ফোন নাম্বার দিয়ে অনলাইনে ই-টিকেটিং একাউন্ট রেজিস্ট্রেশন করা সেই সিম নাম্বারে OTP কোড যাবে।OTP কোড সঠিক ভাবে বলতে পারলেই কাউন্টার থেকে হ্যান্ড টিকিট ইস্যু করা যাবে।

আগে যারা যে কোনো পরিচিত ও অপরিচিত ব্যক্তির নাম্বার ব্যবহার করে কাউন্টার থেকে টিকিট কাটতেন তাদের জন্য এটা সুখবর নয়।কেননা এখন থেকে রেজিষ্ট্রেশন করা নাম্বারে কোড যাবে আর কোড বলতে পারলেই টিকিট দেওয়া হবে।২৯ নভেম্বর শুক্রবার বিকেল থেকে এই নিয়ম কার্যকর করেছে বাংলাদেশ রেলওয়ে ও ই-টিকেটিং প্রতিষ্ঠান।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।