জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পুঠিয়া সেমিতে
আপডেটঃ ১:৫০ অপরাহ্ণ | জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ
রাজশাহী:- খেলাধুলাই বাড়বে বল মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিবাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার (১১জুলাই) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পুঠিয়া পিএন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।এই ভেণ্যুতে পুঠিয়া উপজেলা ফুটবল দল ৪-১ গোলে বাঘা উপেজলা ফুটবল দলকে হারিয়ে সেমিতে উঠে।বিজয়ী দলের পক্ষে প্রনয়,রাব্বানী, সিজান তিতাস ১টি করে গোল করে।বাঘা উপজেলা ফুটবল দলের পক্ষে রাকিব ১টি গোল পরিশোধ করে।আজ শনিবার (১২জুলাই) বিকাল ৪টায় মোহনপুর সরকারী উচ্চ বিদ্যালয় বাগমারা ও তানোর উপজেলা ফুটবল দল অংশ নেবে।
এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মহিনুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নুর হোসেন নির্ঝর, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর হোসেন, এডহক কমিটির সদস্য মেহেদী হাসান পুলক।
এ ছাড়া ও উপস্থিত ছিলেন, ডালিম হোসেন শান্ত, টুর্নামেন্ট আযোজন ও বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ তৌফিকুর রহমান রতন, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম-সম্পাদক মোঃ মাহমুদ আলম বাবু, কোষাধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম সিরাজসহ অন্য কর্মকর্তাগন।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী