জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে বিদায়ী পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ।
আপডেটঃ ১১:৪৬ পূর্বাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২২

নিউজ ডেস্কঃ
প্রেস বিজ্ঞপ্তি:- রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগরের বিদায়ী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বিপিএম।মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজশাহী জেলা পরিষদের নিজ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদায়ী রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বিপিএম।রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বিদায়ী পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক কে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক অনেক ভালো মানুষ ছিলেন।
তিনি রাজশাহী মহানগরের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছিলেন।আমি তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করি।সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু.রেজা হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
IPCS News : Dhaka : কবীর তুহিন : রাজশাহী।