জুলাই মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ আজ, অপেক্ষায় ভোক্তা
আপডেটঃ ১২:১২ অপরাহ্ণ | জুলাই ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ, ২ জুলাই ২০২৫, জুলাই মাসের জন্য নতুন এলপি গ্যাসের মূল্য ঘোষণা করবে। প্রতিমাসের মতো এবারও কমিশনের নিয়মিত মূল্য নির্ধারণ সভা বসছে, যেখানে আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম, আমদানি ব্যয়, ডলারের বিনিময় হার এবং পরিবহন খরচ বিশ্লেষণ করে নতুন মূল্য নির্ধারিত হবে। দেশের ঘরোয়া ও বাণিজ্যিক খাতে ব্যাপকভাবে ব্যবহৃত ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়বে না কমবে, তা জানতে অপেক্ষা করতে হবে আজ সন্ধ্যা পর্যন্ত।
গত জুন মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১,৪০৩ টাকা, যা মে মাসের তুলনায় ২৮ টাকা কম ছিল। মে মাসে এই দাম ছিল ১,৪৩১ টাকা। এর আগের মাসগুলোতেও আন্তর্জাতিক বাজারের পরিবর্তনের কারণে গ্যাসের দাম কমেছে। তবে এবার আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি (Contract Price) অনুযায়ী প্রোপেন ও বিউটেনের মূল্য এবং দেশের মধ্যে ডলারের রেট বড় কোনো পরিবর্তন না আসায় অনেকে মনে করছেন, দাম অপরিবর্তিত থাকতে পারে বা খুব সামান্য পরিমাণে বাড়তে বা কমতে পারে।মূল্য নির্ধারণে যেহেতু আন্তর্জাতিক সিপি এবং ডলারের বিনিময় হার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই বিইআরসি এসব তথ্য বিশ্লেষণ করেই দাম ঘোষণা করে। এই দামের ভিত্তিতে শুধু ১২ কেজি নয়, অন্যান্য সাইজের সিলিন্ডার যেমন ৫.৫ কেজি, ১৬ কেজি, ৩০ কেজি এবং ৪৫ কেজির দামও স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। বিইআরসি সাধারণত প্রতিমাসের ২ তারিখে নতুন দাম ঘোষণা করে, এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়।
জনগণের মধ্যে এলপি গ্যাসের দাম নিয়ে আগ্রহ বরাবরই বেশি, বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের জন্য এটি একটি বড় বিষয়। রান্নার খরচ, রেস্টুরেন্ট ব্যবসা, এমনকি পরিবহন খাতেও এলপি গ্যাসের ব্যবহার দিন দিন বাড়ছে। ফলে গ্যাসের দাম সামান্য উঠানামাও বড় প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনে।গত বছরের জুলাই মাসে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল প্রায় ১,৩৬৫ টাকা। তারও আগের বছর ছিল ১,৩৯০ টাকা। এই তুলনামূলক তথ্য বলছে, জুলাই মাসে সাধারণত দাম স্থিতিশীল থাকে, যদি না বড় কোনো বৈশ্বিক পরিবর্তন ঘটে।আজকের এই সিদ্ধান্ত নির্ধারণ করবে জুলাই মাসে জনগণকে বাড়তি খরচ বহন করতে হবে কি না, নাকি স্বস্তি পাবে তারা। বিইআরসি সূত্রে জানা গেছে, কমিশনের চেয়ারম্যান নূরুল আমিনের সভাপতিত্বে আজ বিকেলে বা সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করা হবে।
দাম কমার সম্ভাবনা কম হলেও বড় কোনো বৃদ্ধিও আশঙ্কা করা হচ্ছে না। ফলে আজকের এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ, যা সাধারণ ভোক্তা থেকে শুরু করে ব্যবসায়ী, পরিবহন মালিক এবং হোটেল-রেস্তোরাঁ মালিকদেরও সরাসরি প্রভাবিত করবে।জনগণের একটাই আশা জুলাইয়ে যেন গ্যাসের দাম অন্তত অপরিবর্তিত থাকে। দাম বাড়লে মাসের শুরুতেই অতিরিক্ত খরচের বোঝা মাথায় নিতে হবে, যা বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অনেকের জন্যই কষ্টসাধ্য।
IPCS News : Dhaka :