জাহানারা আলমের অভিযোগ: নির্বাচক মঞ্জুরুল ইসলাম নীরবতা ভেঙে মন্তব্য
আপডেটঃ ১১:৪১ পূর্বাহ্ণ | নভেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন বিতর্কে উত্তাল। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি দাবি করেছেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছিলেন।অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বর্তমানে চীনে থাকা মঞ্জুরুল আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, “সবই মিথ্যা অভিযোগ। দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বললেই সত্য জানা যাবে।” তিনি আরও জানিয়েছেন, তিনি বিসিবি বা রাষ্ট্রীয় কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন।
মঞ্জুরুল নিজের ফেসবুকে একটি বিস্তারিত পোস্টে লিখেছেন, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক এবং শুভাকাঙ্খীরা আমার বক্তব্য জানতে চাচ্ছেন। আমার নীরবতা নিয়েও প্রশ্ন উঠছে।”বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে জানায়, জাহানারার উত্থাপিত অভিযোগের যথাযথ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তিনি চাইলে আইনি সহায়তা পাবেন। তিনি আরও যোগ করেন, যৌন হয়রানি ক্রীড়াঙ্গনের জন্য একটি বড় হুমকি, এবং এমন পরিস্থিতিতে অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।
এ ঘটনার প্রেক্ষাপটে দেশের ক্রীড়াঙ্গনে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন, তদন্ত কমিটির কাজ যথাযথভাবে সম্পন্ন না হলে নারীদের প্রতি নিরাপত্তা ও আস্থা ক্ষুণ্ণ হতে পারে।
IPCS News : Dhaka :

