মঙ্গলবার ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জামায়াতের কথা ও কাজের মিল নেই: রুমিন ফারহানা

আপডেটঃ ১২:৩৩ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামীর কথাবার্তা ও কর্মকাণ্ডের মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তার মতে, দলটি এক কথা বলে, আরেকভাবে কাজ করে, যা রাজনৈতিক পরিসরে একধরনের অস্পষ্টতা তৈরি করেছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, “জামায়াত বলে এক, করে আরেক, ভাবে আরেক। দৃশ্যমান যা দেখায়, অন্তরালে থাকে ভিন্ন কিছু।” তিনি আরও বলেন, বিএনপি, আওয়ামী লীগ বা এনসিপির মতো অন্যান্য রাজনৈতিক দলের বক্তব্য ও কর্মকাণ্ডের মধ্যে অন্তত কিছুটা সামঞ্জস্য পাওয়া যায়, কিন্তু জামায়াতের ক্ষেত্রে সেটি দেখা যায় না।এ সময় এনসিপির প্রতীক ইস্যু নিয়েও মন্তব্য করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “গণঅভ্যুত্থানের পর গঠিত এনসিপি দেশের মানুষের সমর্থন পেয়েছে, কিন্তু প্রতীক ইস্যুতে শাপলার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা দলটির জন্য প্রশ্ন তৈরি করছে। শাপলা প্রতীক পেলেই যে ভোট বা আসন বাড়বে, তা নিশ্চিত নয়।”

তিনি বলেন, রাজনৈতিক প্রতীক আসলে সময়ের সঙ্গে মানুষের মনে বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। “নৌকা বা ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তা একদিনে তৈরি হয়নি। দীর্ঘ সময়ের রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মানুষ এই প্রতীকগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছে,” যোগ করেন তিনি।রুমিন ফারহানার মতে, এনসিপির উচিত প্রতীকের চেয়ে জনগণের আস্থা অর্জনে মনোযোগী হওয়া। “শাপলা বা অন্য কোনো প্রতীক দিয়ে নয়, বরং কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে হবে,” বলেন তিনি।

তিনি আরও মন্তব্য করেন, “যদি শাপলা প্রতীক না পায়, আর দল সেটিকে পরাজয় হিসেবে মেনে নেয়, তাহলে সেটা হবে নির্বাচনের আগেই আত্মসমর্পণ।”

IPCS News : Dhaka :