বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জাপানে ৭.৫ মাত্রার ভূমিকম্পে আহত কমপক্ষে ৩০, বিদ্যুৎহীন দুই হাজার ঘর

আপডেটঃ ১১:২৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাপানে শক্তিশালী ভূমিকম্পে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। রাতের এ ভূকম্পনের কারণে ২ হাজারের বেশি ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে বহু পরিবার অন্ধকারে রাত কাটাতে বাধ্য হয়।

সোমবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ৭ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, উৎপত্তিস্থল ছিল হনশু দ্বীপের আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং সাগরের ৫০ কিলোমিটার গভীরে। ভূগর্ভের গভীর স্তরে উৎপত্তিস্থল হওয়ায় প্রথম মুহূর্তে সুনামির সতর্কতা জারি করে জাপানের আবহাওয়া দপ্তর, যদিও কিছুক্ষণ পর তা প্রত্যাহার করা হয়।তবুও সম্ভাব্য আফটারশকের ঝুঁকি থেকে নাগরিকদের সতর্ক থাকতে বলেছেন ভূতত্ত্ববিদরা। একই সতর্কতা দিয়েছেন প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি। তিনি নাগরিকদের উদ্দেশে বলেছেন, যেকোনো সময়ে নতুন কম্পন অনুভূত হতে পারে, তাই নিরাপদ স্থানে যাওয়ার প্রস্তুতি রাখতে হবে এবং বাসাবাড়ির ভেতরে থাকা জিনিসপত্র সুরক্ষার বিষয়েও সতর্ক থাকতে হবে।

অন্যদিকে, ভূমিকম্পের পরপরই আওমোরি ও আশপাশের উপকূলীয় অঞ্চলগুলোর প্রায় ৭০ হাজার মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয় উদ্ধারকারী বাহিনী। সুনামির সম্ভাবনার কারণে ব্যাপক এ সরিয়ে নেওয়ার কাজ পরিচালনা করে জাপানের দুর্যোগ মোকাবিলা বিভাগ, যাতে সম্ভাব্য প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি এড়ানো যায়।

IPCS News : Dhaka :