জমে উঠেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা
আপডেটঃ ২:৪৪ অপরাহ্ণ | অক্টোবর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং দুইশ বছরের পুরোনো ঢেমঢেমিয়া কালি মেলা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে শুরু হয়েছে।মহিষ ও ঘোড়া বিক্রির জন্য এই মেলা উত্তরাঞ্চল জুড়ে সুপরিচিত।বাংলা কার্তিক মাসের শ্যামাপূজার অমাবস্যা উপলক্ষে ঐতিহ্যবাহী এই মেলার আয়োজন করা হয়। সে হিসেবে গত সোমবার (২০ অক্টোবর) থেকে এই মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।যদিও পূজার আনুষ্ঠানিকতা সাত দিনে শেষ হয়, মেলার আয়োজন চলে পুরো মাসজুড়ে।মেলাটির প্রধান আকর্ষণ মহিষ ও ঘোড়ার হাট।ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও রংপুরসহ বিভিন্ন স্থান থেকে বিক্রেতারা তাদের পশু নিয়ে এসেছেন।মহিষের পাশাপাশি মেলায় তাজিয়া, ভুটানি, মনিপুরী, পঙ্খীরাজ ও রাজা বাহাদুরসহ বিরল নামের ঘোড়াও উঠেছে।
দিনাজপুরের চিরিরবন্দর থেকে চারটি ঘোড়া নিয়ে মেলায় আসা সাহীন আলম, তাজিয়া জাতের একটি ঘোড়ার দাম হাঁকিয়েছেন তিন লাখ টাকা।তবে এই ঘোড়াটির জন্য সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে বলে তিনি জানান।ঘোড়ার পাশাপাশি মহিষের হাটেও চলছে পাল্টাপাল্টি দর-কষাকষি। বিক্রেতারা সারি সারি পাড়া মহিষ, গয়াল ও দেশি জাতের মহিষ নিয়ে এসেছেন।
আকার ও ওজনভেদে প্রতি জোড়া মহিষের দাম হাঁকা হচ্ছে এক লাখ ৩০ হাজার থেকে ছয় লাখ টাকা পর্যন্ত।ঠাকুরগাঁওয়ের হরিপুরের বিক্রেতা আজীম উদ্দীন জানান, তিনি তিন জোড়া পাড়া জাতের মহিষ এনেছিলেন।এর মধ্যে দুই জোড়া বিক্রি করেছেন এক জোড়া পাঁচ লাখ ৫০ হাজার টাকায় এবং অন্য জোড়া পাঁচ লাখ টাকায়।
শুধু পশু বেচাকেনা নয়, মেলায় রয়েছে গ্রামীণ উৎসবের পুরো আবহ।শিশুদের খেলনা, মিঠাই-মিষ্টি, নাগরদোলা, গৃহস্থালির সামগ্রী, হস্তশল্প ও লোকজ পণ্যের অসংখ্য দোকান মেলায় স্থান পেয়েছে। এটি স্থানীয়দের জন্য মাসব্যাপী এক মিলনমেলায় পরিণত হয়েছে।
মেলা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আহমেদ জানিয়েছেন, মেলায় পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর ।