বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

জন্মতারিখ ভুলের অজুহাতে প্রবীন কর্মকর্তার পেনশন বন্ধ: পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন

আপডেটঃ ১১:৫৬ পূর্বাহ্ণ | নভেম্বর ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

দিনাজপুর:- সরকারি ব্যাংকের চূড়ান্ত অবহেলা ও নথিপত্রের ভুলের শিকার হয়ে বর্তমানে মানবেতর জীবন-যাপন করছেন সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত একজন প্রবীণ কর্মকর্তা।যে ব্যক্তিগত নথির ভিত্তিতে তিনি এতদিন ব্যাংকের সমস্ত সুযোগ-সুবিধা ভোগ করেছেন, সেই একই নথিতে “জন্মতারিখ ভুল” থাকার অজুহাতে তাঁকে নতুন পেনশন সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।দিনাজপুর পুলহাট সোনালী ব্যাংক শাখার অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী (অবসর গ্রহণ: ২০০৮ সাল) ১২ নভেম্বর ২০২৫  বুধবার এই প্রতিনিধিকে জানান, তিনি যথারীতি এককালীন অবসরকালীন পেনশন গ্রহণ করেছিলেন।

তৎকালীন সরকারের প্রবর্তিত নতুন পেনশন নিয়ম অনুযায়ী, অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি ১৬ বছর জীবিত থাকলে তিনি পুনরায় পেনশন ভোগ করার সুযোগ পাবেন।এই শর্ত পূরণ হওয়ায় প্রবীণ কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী ২০২৩ সালে তাঁর পুনরায় পেনশন চালুর জন্য আবেদন করেন।কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি তাঁর ন্যায্য পেনশন থেকে বঞ্চিত রয়েছেন।

এই বিষয়ে তিনি রাজধানী ঢাকা’য় সোনালী ব্যাংকের প্রধান শাখায় যোগাযোগ করলে তাঁকে জানানো হয়, তাঁর নথিতে জন্ম তারিখ ভুল থাকার কারণে পেনশন প্রাপ্তিতে জটিলতা দেখা দিয়েছে।ব্যাংক কর্তৃপক্ষের এই বক্তব্যে ভুক্তভোগী কর্মকর্তা প্রশ্ন তোলেন, যে নথি ব্যবহার করে আমি আজীবন ব্যাংকের সমস্ত সুবিধা ভোগ করলাম, এমনকি এককালীন পেনশনও পেলাম, সেই একই নথিতে হঠাৎ করে আজ কেন ভুল খোঁজা হচ্ছে ? এটি কি ব্যাংক কর্তৃপক্ষের চূড়ান্ত গাফিলতি নয় ?

মোঃ আবু বক্কর সিদ্দিক চৌধুরী অভিযোগ করেন, ব্যাংক কর্তৃপক্ষের নিজস্ব প্রশাসনিক ভুলের কারণে সৃষ্ট এই জটিলতার শিকার হয়ে তিনি গত প্রায় দুই বছর ধরে তাঁর প্রাপ্য পেনশন থেকে বঞ্চিত।এর ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁকে বর্তমানে অত্যন্ত কঠিন ও মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।প্রবীণ এই কর্মকর্তা অবিলম্বে প্রধান উপদেষ্টা এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তিনি আশা করছেন, দায়িত্বশীল কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে তাঁর নথিপত্রের এই ‘ভুল’ শুধরে যাবে এবং তিনি তাঁর প্রাপ্য পেনশন সুবিধা ফিরে পাবেন।

IPCS News : Dhaka : আব্দুস সালাম, দিনাজপুর।