বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

চাঁ,নবাবগঞ্জে চাচাতো ভাইদের হাতে তরুনী খুন: আটক ২

আপডেটঃ ১২:৪০ অপরাহ্ণ | জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের হামলায় খালেদা বেগম (২৬) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে মাত্র ৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।র‌্যাব জানায়, সোমবার (৭ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার অরুণবাড়ী (বেহুলা) বাজার এলাকা থেকে আসামি মোসাঃ রফিনা বেগম (৪৫) ও মোঃ আব্দুল জলিল (২৮)-কে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, শিবগঞ্জ উপজেলার অরুণবাড়ী গ্রামে ভিটেমাটি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল একই পরিবারের দুই পক্ষের মধ্যে।বাদী মো. সবুর আলী (৬৬) তার ভাগের জমিতে বাড়ি নির্মাণ করতে গেলে আসামিরা বাধা দেন।বিষয়টি মীমাংসার জন্য গ্রাম্য সালিশ বসে।সালিশে প্রমাণ হয়, আসামিরা অবৈধভাবে তার জমিতে ঢুকে স্থাপনা তুলেছেন।

সালিশদারদের সিদ্ধান্ত মেনে না নিয়ে আসামিরা ক্ষিপ্ত হন এবং শত্রুতা পোষণ করতে থাকেন।গত শনিবার (৫ জুলাই) বাদী নতুন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ শুরু করলে আসামিরা দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে হামলা চালায়।হামলায় বাদী, তার স্ত্রী ও দুই কন্যা গুরুতর আহত হন।প্রাণ বাঁচাতে তারা ছাদ থেকে নেমে এলে আসামি মামুন বাদীর পায়ে কোপ মারেন।

এসময় বাদীর মেয়ে খালেদা বেগম বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে আসামি নিয়ামত ও সাদিকুল তাকে ধারালো কাতায় কুপিয়ে গুরুতর জখম করেন।ঘটনাস্থলেই তিনি মারা যান।হামলায় বাদীর স্ত্রী ও আরেক মেয়ে আহত হন।

এ ঘটনায় নিহতের বাবা সবুর আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।মামলা দায়েরের ৬ ঘণ্টার মধ্যে র‌্যাব অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে।অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।