চলন্ত ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০, আশঙ্কাজনক-৯, গ্রেপ্তার-২
আপডেটঃ ১২:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
যুক্তরাজ্যের পূর্বাঞ্চলের কাউন্টি কেমব্রিজশায়ারে একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।তাদের মধ্যে নয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির পুলিশ।তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।হামলার ঘটনার পর দুইজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।TRAIN-2শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার কিছু আগে ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রসের উদ্দেশে রওনা হওয়া লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ের (এলএনইআর) একটি ট্রেনে এই হামলা হয়।পরে সন্ধ্যা ৭টা ৩৯ মিনিটে (জিএমটি) জরুরি নম্বর ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।পুলিশ একে ‘বড় ধরনের ঘটনা’ হিসেবে ঘোষণা করেছে।হামলার পর ঘটনাস্থলে ৩০ জনের বেশি পুলিশ সদস্য পাঠানো হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
TRAIN-3স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাত ১১টার কিছু আগে হান্টিংডন স্টেশন থেকে যাত্রীদের বাসযোগে লন্ডনে পাঠানো হয়।পিটারবরো টেলিগ্রাফ জানিয়েছে, ঘটনাস্থলে বিপুল জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়েছিল।ভিডিওচিত্রে দেখা গেছে, জরুরি কাজে নিয়োজিত কর্মীরা যাত্রীদের কম্বল জড়িয়ে দিচ্ছেন এবং তারা বাসে উঠছেন।
★রক্তে ভেজা মানুষ দৌড়ে বের হচ্ছিলেন:- লন্ডন আন্ডারগ্রাউন্ডের কর্মী ডিন ম্যাকফারলেন রাত ৮টার দিকে হান্টিংডন স্টেশনে ছিলেন।তিনি বলেন, ট্রেনটি ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম, একজন রক্তাক্ত অবস্থায় নামছেন।এরপর একে একে আরও কয়েকজন প্ল্যাটফর্ম দিয়ে দৌড়ে বেরিয়ে এলেন।একজন সাদা শার্ট পরা মানুষ পুরোপুরি রক্তে ভেজা ছিলেন।
ডিন ম্যাকফারলেন আরও জানান, তিনি আতঙ্কিত যাত্রীদের স্টেশন থেকে বেরিয়ে যেতে বলেন এবং যারা আতঙ্কে কাঁপছিলেন তাদের শান্ত করার চেষ্টা করেন।TRAIN-4রেন চেম্বার্স নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি ট্রেনের ভেতরে ছিলেন।হঠাৎ এক ব্যক্তি রক্তাক্ত হাতে দৌড়ে এসে চিৎকার করে বলেন, ‘ওদের হাতে ছুরি, দৌড়াও।
রেন ও তার বন্ধু ট্রেনের সামনের দিকে ছুটে যান।তিনি বলেন, একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেছিলাম।বুঝতে পারছিলাম না কী ঘটছে।খুব ভয় লাগছিল।পরে আমরা নিরাপদে ট্রেন থেকে বেরোতে সক্ষম হই।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।

