চবি শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস, সব পরীক্ষা স্থগিত
আপডেটঃ ১২:৪৭ অপরাহ্ণ | আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষে পরীক্ষা স্থগিত।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (৩১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। তিনি জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষার নতুন সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৬০ শিক্ষার্থী আহত হন।আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজন শিক্ষার্থীর শরীরে দেশীয় অস্ত্রের আঘাতও পাওয়া গেছে বলে জানা গেছে। বাকিরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের কাছে ভাড়া থাকা ওই শিক্ষার্থী রাত ১২টার দিকে বাসায় প্রবেশের চেষ্টা করলে দারোয়ানের সঙ্গে তর্ক বাধে। একপর্যায়ে দারোয়ান তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে গেলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। স্থানীয়রা মাইকিং করে আরও লোক জড়ো করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
IPCS News : Dhaka :