শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গানপাউডার দিয়ে ট্রেনে আ’গুন : বড় দূর্ঘটনা রুখে দিলো আরএনবি সদস্যরা

আপডেটঃ ১:০৫ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দুর্বৃত্তদের আগুন লাগানোর চেষ্টাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী দ্রুত নিয়ন্ত্রণে এনেছে।বুধবার (১৯ নভেম্বর) ভোররাতে ঘটনার সময় জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়া হয়।রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে।

তবে দুর্বৃত্তদের আগুনে ট্রেনের এক বগির কয়েকটি সিট পুড়ে গেছে এবং আরও কিছু সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার মো. আব্দুল্লাহ আল হারুন বলেন, নিরাপত্তা বাহিনীর সাহসী ভূমিকার কারণে দুর্বৃত্তদের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।বর্তমানে ট্রেন চলাচল ও স্টেশন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আখতার হোসেন জানান, স্টেশনের ওয়াশপিটে ট্রেন ধোয়ামোছার জন্য রাখা থাকায় রাতের অন্ধকারকে সুযোগ হিসেবে দুর্বৃত্তরা আগুন দেয়।তবে আনসার সদস্যদের ধাওয়ায় তারা পালিয়ে যায়।ওসি মো. আখতার হোসেন আরও বলেন, স্টেশন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নাশকতা চেষ্টার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

IPCS News : Dhaka :