গাজায় একদিনে ৯৮ জন নিহত, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার
আপডেটঃ ১১:১০ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ
গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই ইসরাইলি অভিযানে অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭০০ জন। শুধু গত পাঁচ মাসেই নিহত হয়েছেন ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ।এদিকে, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া বেসামরিকদের ওপরও বারবার হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। সর্বশেষ বুধবার ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালালে ৭ জন নিহত ও ৮৭ জন আহত হন। এ ধরনের হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি।এছাড়া খাদ্য ও চিকিৎসা সরবরাহে ইসরাইলি বাধার কারণে উপত্যকায় মারাত্মক সংকট দেখা দিয়েছে। বুধবার একদিনেই অপুষ্টি ও খাদ্যাভাবজনিত কারণে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিতে গাজায় অন্তত ৪৩২ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ শিশু।
জাতিসংঘ ও আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছে। তবে এসব উদ্যোগ উপেক্ষা করে ইসরাইলি বাহিনী নতুন করে অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
IPCS News : Dhaka :