খ্রিস্টীয় সম্প্রদায়ের বড়দিন উদযাপন আনন্দ-উল্লাসে মুখরিত
আপডেটঃ ১২:২৩ অপরাহ্ণ | ডিসেম্বর ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে গত ২৫ ডিসেম্বর দিনাজপুরের খ্রিস্টীয় সম্প্রদায়ের মাঝে বড়দিন উদযাপন ঘিরে ছিল ব্যাপক আনন্দ-উল্লাস ও ধর্মীয় উচ্ছ্বাস।
জেলার কসবা, সুইহারি মির্জাপুর, পশ্চিম শিবরামপুর গুচ্ছগ্রাম এবং ডাঙ্গাপাড়া এলাকায় দিনভর চলে প্রার্থনা, কুশল বিনিময় এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সকাল থেকেই গির্জাগুলোতে ভিড় জমে উৎসবপ্রিয় মানুষের। ধর্মীয় প্রার্থনা শেষে আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে কুশল বিনিময় করে সবাই বড়দিনের আনন্দ ভাগাভাগি করেন।
সুইহারি মির্জাপুর এলাকার বাসিন্দা বেঞ্জামিন সরেন, সুজলা মহাপাত্র এবং গ্যাব্রিয়েল কিস্কু বলেন, “বড়দিন আমাদের কাছে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। আমরা একত্রে প্রার্থনা করি এবং দলবদ্ধ হয়ে গান-বাজনা করি। এটি আমাদের জীবনে বিশেষ আনন্দের দিন।”
গ্রামে বড়দিনের অন্যতম আকর্ষণ ছিল দলবদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা। হারমোনিয়াম, ঢোল এবং তবলার তালে আদিবাসী ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন গ্রামবাসীরা। প্রতিটি বাড়ি ছিল অতিথিপরায়ণতায় ভরপুর। এদিন সাংস্কৃতিক পরিবেশনা গ্রামের শিশু-কিশোরদের মাঝে এনে দেয় নতুন উৎসাহ।
বড়দিনের এই আনন্দময় আয়োজন দিনাজপুরের গ্রামীণ জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।