খানসামায় যাত্রীছাউনি দখল করেচলছে অবৈধ দোকানপাট
আপডেটঃ ২:৩০ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০২৫
 নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের খানসামা উপজেলায় কোটি টাকা রাজস্ব আদায়ের উৎস ও বাণিজ্যিক প্রাণকেন্দ্র (পাকেরহাট) এই বাজারের মধ্যে কোটি টাকা ব্যয়ে শাপলা চত্বরের পার্শ্বে নির্মাণ করা হয় যাত্রী ছাউনি।অভিযোগ উঠেছে ৫ই আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর এই যাত্রী ছাউনিটি দখল করে জমজমাট ব্যাবসা-বাণিজ্য পরিচালনা করছেন কিছু অসাধু ব্যবসায়ী।এতে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা যায়, গত কয়েক বছর আগে যাত্রীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে সরকারি অর্থায়নে পাকেরহাটে নির্মাণ করা হয় যাত্রী ছাউনিটি।যাত্রীরা ওই স্থানে রোদ, বৃষ্টি এবং রেস্ট নেওয়া গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে অপেক্ষা করতেন।
ভুক্তভোগী এক যাত্রী আব্দুল কাদের অভিযোগ করে বলেন, আগে স্ট্যান্ডে গাড়ি আসার আগ পর্যন্ত যাত্রী ছাউনিতে বসে বা দাঁড়িয়ে থাকতে পারতাম, কিন্তু বর্তমানে তা ব্যাবসা প্রতিষ্ঠানে পরিণত হওয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি।বিশেষ করে মহিলা যাত্রীদের বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে।বর্তমানে যাত্রী ছাউনিটি পরিণত হয়েছে বিভিন্ন দোকান, বিভিন্ন ব্যাবসায়িক কাজে।
ফলে যাত্রীরা বৃষ্টি ও রোদের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন।একাধিক পথচারী ও যাত্রীরা অভিযোগ, যাত্রীদের জন্য ছাউনি করা হলেও সেখানে বসার জায়গা নেই, সব জায়গা দোকানে রূপ নিয়েছে।প্রশাসনের তদারকি না থাকায় এই অবস্থা দিন দিন বেড়েই চলেছে।
এ বিষয়ে খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, এই যাত্রী ছাউনি নিয়ে পাকেরহাট হাট ইজারাদারের সাথে কথা বলছি।আমরা অতিশীঘ্রই এটা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।স্থানীয়দের দাবী যাত্রী ছাউনিটি যেন সাধারণ যাত্রীগণ পুণরায় ব্যাবহার করতে পারেন, এর দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
IPCS News : Dhaka : আব্দুস সালাম : দিনাজপুর।

