কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
আপডেটঃ ১২:৫২ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাইবার সিকিউরিটি ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) বেলা ২টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ্-জোহরা।এসময় গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মস্তোফা কামাল (কাজল) এর সভাপতিত্বে ও অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আইসিটি অফিসার মো. রাকিবুল হাসান, বাজিতপুর উপজেলা আইসিটি অফিসার মো. মুহিবুর রহমান খান ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. নাদিরুজ্জামান খসরু, দপ্তর সম্পাদক মো. আসাদুল হক আশা, স্বাস্থ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. মেজবাউল হক খোকা, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহসিন রানা, সাধারণ সম্পাদক হাফেজ মো. মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. শামছু আলম এলেম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাংবাদিক মোহাম্মদ হারুন চৌধুরী, মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. লোকমান হোসাইন, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া ও মো. সালাহ উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।