বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাইয়ের সম্ভাবনা

আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে।আজ সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ফল তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।এখন কয়েকটি সম্ভাব্য তারিখ নির্ধারণ করে তা শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হয়েছে।মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলে যেদিন নির্ধারিত হবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।সারাদেশে ২ হাজার ২৯১টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন পরীক্ষার্থী।এর মধ্যে ছাত্র ছিল ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে এ বছর পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় ৭২৫টি কেন্দ্রে এবং মোট প্রতিষ্ঠান সংখ্যা ছিল ৯ হাজার ৬৩টি।অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষার্থী। যার মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএসের মাধ্যমে তাদের ফল জানতে পারবে।এছাড়াও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে।উল্লেখ্য, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এবং পরীক্ষা শেষ হয় মার্চ মাসে। নিয়ম অনুযায়ী, পরীক্ষার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ের কিছুটা পরেই ফল প্রকাশিত হতে যাচ্ছে।পরীক্ষার সংখ্যা, খাতা মূল্যায়ন ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এ বছর ফল প্রকাশে কিছুটা সময় লেগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ায় প্রায় ১৯ লাখের কাছাকাছি। ফলাফল প্রকাশের দিন দেশের লাখ লাখ শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করবেন কাঙ্ক্ষিত ফল জানার জন্য। শিক্ষা বোর্ডগুলো ফলাফল প্রকাশে নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানা গেছে।

IPCS News : Dhaka :