মঙ্গলবার ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের দাবি — আমরা ক্ষমতাসীন বা শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করব

আপডেটঃ ১১:০২ পূর্বাহ্ণ | অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাদের লক্ষ্য আগামী সংসদে জনস্বত্বের প্রতিনিধিত্ব করা — সেটা সরকারি দল হিসেবে হলে ভালো, না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করার মাধ্যমে। তিনি বলেন, “আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হতে রাজি নই।”

সোমবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা সমন্বয় সভার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সারজিস আলম। নানা প্রশ্নের জবাবে তিনি বলেন, শাপলা চিহ্ন (Election symbol) নিয়ে এনসিপিকে বাধা দেওয়া অগ্রহণযোগ্য এবং স্বাধীনভাবে দাবি আদায়ের ক্ষেত্রেই তারা লড়াই চালাবেন।শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি স্বাধীন বিধানিক প্রতিষ্ঠানের কাছ থেকে যৌক্তিক অধিকার আদায় করা প্রয়োজন কিন্তু নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচন কমিশন যে আচরণ করছে, তা অসন্তোষজনক। আইনগত কোনো বাধা নেই; তবুও কমিশন যদি স্বেচ্ছাচারিতা করে শাপলা না দেয়, আমরা আইনি পথ ছাড়াও প্রয়োজন পড়লে রাজপথেও লড়াই করব।” তিনি দাবি করেন নির্বাচন কমিশন ভবিষ্যৎ বাংলাদেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রাতিষ্ঠানিক সক্ষমতা হারাচ্ছে।

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সারজিস আলম বলেন, সেই সনদে আইনী ভিত্তি স্পষ্ট নয় এবং বাস্তবায়নের নিশ্চিত রোডম্যাপ বা ক্লিয়ারেন্স নেই। “আমরা কেবল নির্বাচন-আসন পেয়ে বসে এমন কোনো সনদে স্বাক্ষর করব না সেটি জনগণের প্রত্যাশার বিপরীত হবে,” তিনি বলেন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী। জেলা নেতারা ওমর আলী বাবু, আব্দুল মান্নান চটুলসহ বিভিন্ন উপজেলার প্রতিনিধি বক্তব্য রাখেন।

IPCS News : Dhaka :