বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের জেলা পরিষদ চেয়ারম্যানের অভিনন্দন

আপডেটঃ ১২:১২ অপরাহ্ণ | নভেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ

প্রেস বিজ্ঞপ্তি:- বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহ-সভপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, যেসব সকল শিক্ষার্থীরা ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।তিনি আরোও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।আগামী দিনে এই কৃতি শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে।আমি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশ মতো নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে-এটাই প্রত্যাশিত।

IPCS News : Dhaka : সৌরভ আহামেদ : রাজশাহী।