ইউক্রেনের ৭৮ শতাংশ অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে—যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের
আপডেটঃ ১০:৫৬ পূর্বাহ্ণ | অক্টোবর ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ
ইউক্রেনের প্রায় ৭৮ শতাংশ ভূখণ্ড এখন রাশিয়ার দখলে আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান যুদ্ধ বন্ধ করে বর্তমান অবস্থা বজায় রেখে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন তিনি।সোমবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
তিনি বলেন, “উভয় পক্ষেরই যুদ্ধ বন্ধ করা উচিত। মানুষ হত্যা বন্ধ করতে হবে এবং আলোচনার টেবিলে ফিরে যেতে হবে। যুদ্ধক্ষেত্রে সমাধান খোঁজা অসম্ভব, তাই এখনই সংঘাত থামাতে হবে।”ডনবাস অঞ্চল নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা যেমন আছে তেমনই রেখে দেওয়া হোক। আমার ধারণা, রাশিয়া ইতিমধ্যে প্রায় ৭৮ শতাংশ জমি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন যেভাবে পরিস্থিতি রয়েছে, সেভাবেই রেখে ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে।”এর আগে ইউক্রেন তার পুরো ভূখণ্ড পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিল। এমনকি গত মাসেও ট্রাম্প বলেছিলেন, ইউক্রেন সামরিকভাবে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো, বিশেষ করে ক্রিমিয়া ও পূর্বাঞ্চলীয় এলাকাগুলো, পুনরুদ্ধার করতে পারে।
এদিকে, ট্রাম্প আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে বৈঠক করবেন বলে জানা গেছে। তবে আলোচনার নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
IPCS News : Dhaka :