বৃহস্পতিবার ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরএমপি ডিবি’র অভিযানে ১০ বোতল নেশাজাতীয় বেরিকফসহ যুবক গ্রেপ্তার

আপডেটঃ ১:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার সোনাইকান্দি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নেশাজাতীয় বেরিকফের ১০ বোতলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাতে পরিচালিত এই অভিযানে আটক ব্যক্তির নাম মো. আমির চাঁদ, যিনি একই এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।ডিবি পুলিশ জানায়, কাশিয়াডাঙ্গা থানার গোলজার গুড়িপাড়া মোড় এলাকায় নিয়মিত টহলে থাকা একটি টিম গোপন সূত্রে খবর পায় যে সোনাইকান্দি এলাকায় নেশাজাতীয় ওষুধ বিক্রি চলছে।

তথ্য পেয়ে টিম দ্রুত সেখানে পৌঁছে যায়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমির চাঁদকে আটকে ফেলে তারা।পরে তল্লাশিতে তার হাতে থাকা ব্যাগ থেকে কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ১০ বোতল বেরিকফ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমির চাঁদ জানান, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের কাছে রেখেছিলেন।তার বিরুদ্ধে আরএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা ইতোমধ্যে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।