আফ্রিদি থেকে গেইল বিদেশি ক্রিকেটারদের মিলিয়ন ডলারের বিপিএল যাত্রা
আপডেটঃ ১১:২৮ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। ইতোমধ্যে খেলোয়াড় বেচা–কেনার নিলাম শেষ হয়েছে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন গত আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ। তিনি এবারের নিলামে সর্বোচ্চ মূল্য পাওয়া ক্রিকেটার হয়ে নজর কাড়েন, যা আসন্ন আসরের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
২০১২ সালে প্রথম আসর দিয়ে যাত্রা শুরুর পর বিপিএলে এখন পর্যন্ত ১১টি আসর সম্পন্ন হয়েছে। প্রতি বছরই দেশের বাইরে থেকে নামী তারকারা এই টুর্নামেন্টে অংশ নেন এবং অনেকেই রেকর্ড পরিমাণ পারিশ্রমিকে দল পেয়েছেন। আজ আমরা ঘুরে দেখছি বিপিএলের ইতিহাসে যেসব বিদেশি তারকা সবচেয়ে বেশি মূল্য পেয়ে দলবদল করেছেন এবং তাদের মূল্য তখন ঠিক কত ছিল।২০১২ সালের প্রথম আসরই ছিল সবচেয়ে ব্যয়বহুল। সেই মৌসুমে পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে ৭ লাখ ডলারে দলে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স, যা এখনো বিপিএলের সর্বকালের রেকর্ড। একই বছর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলকে ৫ লাখ ৫১ হাজার ডলারে দলে টানে বরিশাল বার্নার্স। দুরন্ত রাজশাহী ৩ লাখ ৬০ হাজার ডলারে নেয় মারলন স্যামুয়েলসকে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স কাইরন পোলার্ডকে কিনে ৩ লাখ ডলারে।
২০১৩ সালের আসরেও উত্তাপ কম ছিল না। পাকিস্তানের ওপেনার ইমরান নাজিরকে ২ লাখ ৮০ হাজার ডলারে নেয় চিটাগং কিংস। একই দল ১ লাখ ৫০ হাজার ডলারে নেয় শোয়েব মালিক এবং ডোয়াইন ব্রাভোকে। অন্যদিকে শহীদ আফ্রিদি দ্বিতীয় আসরেও উচ্চমূল্যে দল পান—২ লাখ ৭৫ হাজার ডলারে তাকে ফের দলে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। বরিশাল বার্নার্স সেই মৌসুমে ২ লাখ ৬ হাজার ডলারে দলে টানে পাকিস্তানের আরেক তারকা আজহার মাহমুদকে।
এদিকে ২০১২ সালের মৌসুমে বরিশাল বার্নার্সের হয়ে ব্র্যাড হজ দল পান ১ লাখ ৪০ হাজার ডলারে। এই সময়টিই ছিল বিপিএলের ইতিহাসে বিদেশিদের সবচেয়ে ব্যয়বহুল যুগ, যখন বিশ্ব ক্রিকেটের বড় বড় তারকারা ঢাকার ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখাতেন বিপুল অঙ্কের বিনিময়ে।
IPCS News : Dhaka :

