বৃহস্পতিবার ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আফগানিস্তানের দাপুটে শুরু, হংকংকে হারাল ৯০ রানে

আপডেটঃ ১২:০০ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ

আট জাতির এবারের এশিয়া কাপ শুরু হলো আফগানিস্তানের দাপুটে জয়ে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত বি-গ্রুপের ম্যাচে হংকংকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রতিযোগিতায় নিজেদের শুরুর দিনটিকে রঙিন করে তুলেছে আফগানরা। প্রথমে ব্যাট করে তারা ছয় উইকেট হারিয়ে তোলে ১৮৮ রান, জবাবে হংকং নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করতে পারে মাত্র ৯৪ রান।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি আফগানিস্তানের। মাত্র ২৬ রানে তারা হারায় দুই উইকেট। তবে এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন সেদিকউল্লাহ আতাল। প্রথম ওভারেই ‘জীবন’ পাওয়া এই ব্যাটার পরে আর কোনো সুযোগ হাতছাড়া করেননি। খেলেন ৫২ বলে দারুণ ৭৩ রানের ইনিংস, যেখানে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা। তার ব্যাটিংয়ের সঙ্গে যোগ হয় আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস। মাত্র ২১ বলে তিনি করেন ৫৩ রান। তার ব্যাট থেকে আসে পাঁচটি ছক্কা ও দুটি চার। দু’জন মিলে পঞ্চম উইকেটে গড়েন ৮২ রানের জুটি, যা পুরুষদের টি-টোয়েন্টি এশিয়া কাপে এই উইকেটে সর্বোচ্চ জুটি হিসেবে রেকর্ড হয়ে যায়। শেষ পাঁচ ওভারে আফগানিস্তান যোগ করে ৭৮ রান, যা তাদের সংগ্রহকে ১৮৮ রানে পৌঁছে দেয়।

হংকংয়ের বোলারদের মধ্যে আইয়ুশ শুক্লা ও কিনচিৎ শাহ দুটি করে উইকেট শিকার করেন। কিন্তু সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তাদের ফিল্ডিংয়ে। পুরো ম্যাচে তারা মোট পাঁচটি ক্যাচ ফেলে দেয়, যা টি-টোয়েন্টি এশিয়া কাপে কোনো দলের এক ইনিংসে সর্বাধিক ক্যাচ মিসের রেকর্ড। এর মধ্যে সেদিকউল্লাহ আতাল একাই তিনবার জীবন পান। যদি এই সুযোগগুলো কাজে লাগানো যেত, তবে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

১৮৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে হংকং। আফগানিস্তানের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে চাপে রেখেছেন। কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে বাবর হায়াতের ব্যাট থেকে। তিনি ৪৩ বলে করেন ৩৯ রান। তবে তার এই ইনিংস ছিল একপ্রকার একাকী লড়াই, দলকে বড় সংগ্রহ এনে দিতে সক্ষম হননি। আফগান বোলারদের ধারাবাহিক বোলিংয়ে একে একে ফিরতে হয়েছে হংকংয়ের ব্যাটারদের। প্রায় সব বোলারই উইকেট শিকার করে দলের জয়ে অবদান রেখেছেন।

অবশেষে হংকং নির্ধারিত ২০ ওভার খেলে মাত্র ৯৪ রান তুলতে সক্ষম হয়। ফলে আফগানিস্তান সহজেই ৯০ রানের বড় জয় তুলে নেয়। আফগানদের ব্যাটিংয়ে সেদিকউল্লাহ আতাল ও আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ইনিংস, পাশাপাশি বল হাতে সমন্বিত প্রচেষ্টা ম্যাচের ব্যবধান গড়ে দেয়। অন্যদিকে হংকংয়ের ব্যাটিং ব্যর্থতা ও ফিল্ডিং বিপর্যয় তাদের পরাজয়কে আরও স্পষ্ট করে তোলে।

আফগানিস্তানের জন্য এই জয় শুধু একটি ম্যাচ জেতা নয়, বরং এশিয়া কাপে নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার বার্তা। প্রথম ম্যাচে এভাবে আত্মবিশ্বাসী জয় তাদের মানসিকভাবে দৃঢ় করবে এবং টুর্নামেন্টে এগিয়ে যেতে বাড়তি প্রেরণা জোগাবে। অন্যদিকে হংকংয়ের জন্য এই হারের শিক্ষা হলো—ফিল্ডিংয়ে মনোযোগ না দিলে এবং ক্যাচের মতো সহজ সুযোগ হাতছাড়া করলে বড় দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ থাকবে না।

IPCS News : Dhaka :