আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই
আপডেটঃ ১১:২৮ পূর্বাহ্ণ | জুন ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়ার গোপালাশ্রম ভৈরব চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিঞা ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) গত বৃহস্পতিবার দিবাগত রাত ১ টায় স্ট্রোক জনিত কারণে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তিনি গত ২১ জুন স্ট্রোক করে ময়মনসিংহ মেডিকলে কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।শুক্রবার বিকাল ৩:৩০ মিনিটে উপজেলার সুখারী ইউনিয়নের খলাপাড়ায় নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।