“আকাশ মেঘলা, গুমোট ভাব—দুপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা সাত জেলায়”
আপডেটঃ ১১:৪৬ পূর্বাহ্ণ | জুলাই ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার সকালেই সতর্ক বার্তা দিয়ে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ও দমকা হাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের মধ্যেই সাতটি জেলার ওপর দিয়ে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও গাজীপুর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপ এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে এই ঝড়বৃষ্টি তৈরি হচ্ছে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।বিশেষ করে খোলা জায়গায় অবস্থানরত মানুষ এবং মাঠে কাজ করা কৃষকদের প্রতি বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এসব এলাকার নদী পথেও সতর্কতা জারি করা হয়েছে, নৌযানগুলোকে সাবধানে চলার নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। নদীপথে চলাচলরত ট্রলার ও ছোট নৌকাগুলোর জন্য দুপুর পর্যন্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, “পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাস এবং স্থানীয় উষ্ণ তাপমাত্রার কারণে এসব এলাকায় বিকেল পর্যন্ত বিচ্ছিন্নভাবে ঝড়বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।”এই ঝড়বৃষ্টি সাময়িক হলেও কৃষি ও জনজীবনে এর কিছুটা প্রভাব পড়তে পারে। খেতের ফসল, বিশেষ করে ধান ও সবজি ক্ষেতের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
অপরদিকে, সকাল থেকেই অনেক এলাকায় আকাশ মেঘলা দেখা যাচ্ছে। কিছু এলাকায় গুমোট ভাব ও বাতাসে আর্দ্রতার কারণে মানুষ অস্বস্তিতে ভুগছে। বৃষ্টির মাধ্যমে এই অস্বস্তির কিছুটা প্রশমনের আশা করা হচ্ছে। তবে বজ্রপাতের আশঙ্কায় সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া খোলা জায়গায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, বজ্রপাতের কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে। এরইমধ্যে কয়েকটি জেলা থেকে এমন খবরও এসেছে। প্রয়োজন হলে জরুরি সেবাগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের অন্যান্য অঞ্চলেও আগামী কয়েকদিন বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তাই সবাইকে নিয়মিত আবহাওয়া আপডেট দেখে চলাফেরা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ঝড়বৃষ্টির সময় ঘরের বাইরে থাকা, বড় গাছের নিচে দাঁড়ানো বা খোলা মাঠে অবস্থান করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।দুপুরের পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, তবে বিকেল পর্যন্ত স্থানীয়ভাবে ঝড়বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পরিস্থিতির উন্নতি না হলে আবারও নতুন সতর্কতা জারি করা হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
IPCS News : Dhaka :